আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময় উপজেলার রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমিন শরীফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা জামাল উদ্দীন টিপু, মোহাম্মদ জালাল উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আমিন শরীফ বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাসও নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। আনোয়ারার অভিভাবক আমাদের নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওনার আনোয়ারায় কোন সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে তার জন্য আমরা জনগনকে সাথে নিয়ে মাঠে থাকব।
Discussion about this post