আনোয়ারা প্রতিনিধি
শুক্রবার (১০ ফেব্রুয়ারী )২ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সহ- প্রতিঋত্বিক দিলীপ কুমার ভোমিকের সভাপতিত্বে পলাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন ও ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, প্রধান বক্তা ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের সহ- সভাপতি সহ- প্রতিঋত্বিক অধ্যাপক প্রদীপ কুমার দেব, মূখ্য আলোচক ছিলেন সৎসঙ্গ চট্টগ্রাম বিহারের সভাপতি সহ -প্রতিঋত্বিক শ্রী তিমির কান্তি সেন,বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক সাগর মিত্র, সাবেক প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ, দিবাকর দাশ মান্না, প্রিয় রঞ্জন দাশ,সুমন চৌধুরী প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ভোর ৬ টায় প্রাতঃ কালীন বিনতি, তৎপর অর্ঘ্যাঞ্জলীসহ প্রনাম নিবেদন, শ্রীশ্রী ঠাকুরের অমিয়গ্রন্থাদি পাঠ, শ্রীমদ্ভগবগীতা পাঠ, নাম সংকীর্ত্তন,মাতৃ সম্মেলন, সুরাঞ্জালীসহ বিশেষ অনুষ্ঠান, বিনামূল্যে চিকিৎসা সেবা, বিশ্বকল্যাণে সমবেত প্রার্থনা করা হয়। দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যাকালীন বিনতির মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
Discussion about this post