আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা – বাঁশখালী সড়ক যেন এক মৃত্যুফাঁদ। প্রতিনিয়ত ঘটে চলছে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। চালকের বেপরোয়া আচরণ, লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অসাবধানতা দুর্ঘটনার কারণ বলে সজ্ঞায়িত করলেও এবার লবণের গাড়ি থেকে নিঃসৃত পানিতে পিচ্ছিল সড়কই দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন জনসাধারণ।
আজ ১০ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে আনোয়ারা- বাশঁখালী সড়কের বরুমচড়া রাস্তার মাথা সংলগ্ন এরিয়ায় কার ও সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. নাজির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়।
জানা যায়, নিহত মো. নাজির (৩৫) উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকার মো. মালেকের ছোটো ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন সিএনজিতে থাকা সব যাত্রীই আহত হলেও গুরুতর আহত হওয়া মো. নাজিরকে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যেতে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পিএবি সড়কে চলাচলকারী পথচারীরা বলেন, ইদানিং এই সড়কে দুর্ঘটনা বেশি হচ্ছে। যার অন্যতম প্রধান কারণ বাঁশখালী ও মহেশখালী হতে আসা শহরগামী লবণের ট্রাক থেকে নিঃসৃত পানিতে পিচ্ছিল সড়ক। তারা আরো বলেন, লবণের পানিতে পিচ্ছিল হয়ে যাওয়ায় কিছুদিন আগেও নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে এবং জমির উদ্দিন নামের এক ব্যক্তিও নিহত হন।
Discussion about this post