অধিকার ডেস্ক
চকরিয়া থানার কোনাখালীস্হ পুরিত্যাখালী আশেকানে মোস্তফা (সঃ) হেফজ ও এতিমখানার উদ্যোগে আজ সকাল ১০ ঘটিকার সময় হেফজখানা প্রাঙ্গণে সৈয়দ নুর আমিনের সভাপতিত্বে ও মোঃ আবু হানিফের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা। উদ্বোধক ছিলেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন খালেদ।
বিশেষ অতিথি ছিলেন, পুরিত্যাখালী আল আমিন হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোয়াইবুল ইসলাম,এস,এম নুরুল আমিন, মাওলানা মোবাশ্বের হোসেন, হেলাল উদ্দিন, আবুল কালাৃ সওদাগর প্রমখ। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আকতার উদ্দিন রানা বলেন
ব্যক্তি স্বার্থ চরিতার্থ ও ক্ষমতালিপ্সার নবীর দৌহিত্র আলী মোকাম হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরেইয়াজিদের সঙ্গে যুদ্ধ করেননি। ইয়াজিদের অন্যায়, অসত্য ও দুঃশাসনের কবর রচনা করাই তাঁর মূল লক্ষ্য। ইয়াজিদের অপশাসনকে রুখে দিয়ে ন্যায়নীতি প্রতিষ্ঠাই ছিল নবীদৌহিত্র হযরত ইমাম হোসাইনের ( রা.)দর্শন ও শিক্ষা।
Discussion about this post