শফিক উল্লাহ হাবীব ইমন- মহেশখালী
দ্বীপ উপজেলা মহেশখালীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য সরকারের তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের (৫০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৭ আগস্ট) দুপরে এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত নুরুল কাদের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামির ছড়ি এলাকার মৃত ইউছুফের ছেলে নুরুল কাদের।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলাম জানান, ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন দৈনিক সাগর দেশকে জানান, শাপলাপুরে নুরুল কাদের নামে এক ব্যক্তি নিজের ঘর নিজেই ভেঙে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর অবৈধভাবে দখল করেন। খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে উচ্ছেদ করা হয় এবং এক মাসের কারাদণ্ড ও দেওয়া হয়।
Discussion about this post