চট্টগ্রামের আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং গুনগত ও মানসম্মত শিক্ষার লক্ষ্যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ আগষ্ট ) রবিবার বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, ইউপি সদস্য সুমন মিত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনর রশীদ, আলী আব্বাস,অসীম বড়ুয়া, শিক্ষকবৃন্দ,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দরা ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Discussion about this post