সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মাস ব্যাপি যথাযোগ্য মর্যাদায় পালনের উপলক্ষে ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক ।
প্রস্তুতি সভায় এম এ মালেক বলেন, বঙ্গবন্ধুর কর্মময় রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেইসাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক দিক গুলি তুলে ধরে বলেন, অনেক দেশ থেকে আমরা ভাল আছি শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে। প্রস্তুতি সভায় বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা জানান এবং দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
আরো বক্তব্য রাখেন,সিআইপি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, উপজেলা পরিষদের চোয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক বেলায়েত হোসেন পাঠান,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্মসম্পাদক ডা. জিয়া সিকদার,ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদুল আমিন স্বপন, ছাত্রলীগ নেতা আশিক,রায়হান,পিয়াস, শান্ত প্রমুখ।
Discussion about this post