শফিক উল্লাহ হাবীব ইমন – মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুত্ব আহত নুরুল আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি শুকরিয়া পাড়া গ্রামের মৃত গুরা মিয়ার পুত্র। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার চট্টগ্রামের মেডিকেল হাসপাতালে মৃত্যুবরন করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার ।
এই বিষয়ে নিহতের পরিবার জানান, বিগত (৩১ জুলাই) রোববার সকাল আনুমানিক ১১ টায় বড় মহেশখালী মালিমারছড়া ঘোনার উত্তর পাশে জমিতে চাষাবাদের কাজ করার সময় ১০/১২ জনের একটি দল এলোপাতাড়ি কুপিয়ে নুরুল আলমকে মারাত্মকভাবে জখম করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করেছে বলে জানান। পরে তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।এ
এই ব্যাপারে মহেশখালী থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক মীর বলেন, প্রতিপক্ষের হামলায় গুরতর আহত বড় মহেশখালীর নুরুল আলম চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
Discussion about this post