আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জোরপূর্বক দখলের অপচেষ্টা রুখে দিয়েছে প্রশাসন।
আজ ( ৫ আগষ্ট ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন সরাসরি উপস্থিত হয়ে এই কর্মকাণ্ড বন্ধ করে দেন।
সূত্রে জানা গেছে, উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাচীন একটি বিদ্যাপীঠ। স্কুলের মাঠসহ আশপাশের কিছু ভূমি দলিলমূলে রয়েছে বলে দাবী করেন স্থানীয় কাজী বাড়ির মনির আহমেদ । বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকা সত্বেও তারা আজ জায়গাটিতে ইট বালু দিয়ে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় জনগণ বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন সরাসরি উপস্থিত হয়ে পুলিশ এবং স্থানীয় জনগনের সহায়তায় বালিভরাট বন্ধ করে দেন। পরে তারা তাদের ভূল স্বীকার করে মুছলেখা দিয়ে আর কখনোই এমন কাজ করবেনা বলে অঙ্গীকার করেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন জানান, কয়েকজন ব্যক্তি খেলার মাঠে ইট বালি ফেলে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে।খবর পেয়ে আমি গিয়ে তাদের কাজ বন্ধ করে দিই। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান আছে। পরে তারা তাদের ভূল স্বীকার করে মুচলেখা দেন।
আনোয়ারা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, একটি চক্র স্কুলের জায়গা দখলে নিতে তৎপর। বিষয়টি আদালতে বিচারাধীন আছে। এরপরও তারা জোর পূর্বক দখলের চেষ্টা করছে। আমরা আজ তাদের সেই চেষ্টা প্রতিহত করেছি।
Discussion about this post