আনোয়ারা প্রতিনিধি
পতেঙ্গা থেকে নিখোঁজের একদিন পর শিশু তপুর নিথর দেহ ভেসে এলো আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় বঙ্গোপসাগর উপকূলে।
শুক্রবার (৫ আগষ্ট) দুপুর ১টার সময় রায়পুর উঠান মাঝির ঘাট এলাকায় শিশুটির নিথর দেহ সাগর থেকে উপকূলে ভেসে আসতে দেখে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে উঠান মাঝিরঘাটের দক্ষিন পাশে একটি অজ্ঞাত শিশুর লাশ সাগর থেকে ভেসে আসে । পরে অজ্ঞাত লাশের বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দীন জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। পরে জানতে পারি তপু গতকাল দুপুরে পতেঙ্গা সৈকতের আকমল আলী পয়েন্টে গোসল করতে নেমে সাঁতার না জানায় ঢেউয়ের ঘূর্ণিপাকে একটু গভীরে চলে যায়। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও তপু আর তীরে উঠতে পারেননি। নিখোঁজের একদিন পর আজ আনোয়ারা উপজেলার রায়পুর উঠান মাঝির ঘাট এলাকায় তার লাশ ভেসে আসে। মৃত আলী নেওয়াজ (তপু) নগরীর ইপিজেড এলাকার দারুসসালাম মসজিদ গলির মো. ইউসুফের ছেলে। তার বয়স ১১ বছর বলে জানা যায়।
Discussion about this post