আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ ওয়াজেদ(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগষ্ট) বিকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ওয়াজেদ এর খালাতো ভাই সুমন জানান, বিকাল আনুমানিক চারটার দিকে ওয়াজেদ বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের ডালপালা কাটতে যায়। গাছের ডালপালা কাটার সময় হঠাৎ গাছের সাথে ১১হাজার ভোল্টেজ কারেন্ট লাইনের সংস্পর্শে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যাই। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতব্যরত চিকিৎসক মুর্তজা কামাল মোরশেদ বলেন, বিকালে বরুমচড়া থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক কিশোরকে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা পর তাঁকে মৃত ঘোষণা করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Discussion about this post