আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে বাস চাপায় সাইফুল ইসলাম (২৭) নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নস্থ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকার জাকির হোসেনের পুত্র। সে দীর্ঘদিন ধরে বড়উঠান ৮ নং ওয়ার্ডের খতিব পাড়ায় পরিবার নিয়ে বসবাস করছেন।
নিহতের শ্যালক মোঃ লোকমান উদ্দিন জানান, আমার দুলাভাই বিগত সাত বছর ধরে ইয়াংওয়ান সু-ফ্যাক্টরীতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন । প্রতিদিনের মত আজকে সকালেও চাকরিতে গেছে সন্ধ্যায় আসার সময় বাস থেকে নামার পথে অন্য আরেকটি বাস এসে তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়।
সেখান থেকে উদ্ধার করে দুলাভাইকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করছেন ঘটনাস্থল পরিদর্শনকারী কর্ণফুলী থানার এসআই রাশেদুল ইসলাম।
Discussion about this post