সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
সংবাদদাতা,ধামরাই,ঢাকা।। ধামরাইয়ে ইরিগ্রেশন জন্য অনুমদিত সেচ পাম্পের (ডিব-টিউবয়েল) পানি দিয়ে মৎস্য খামারে পানি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ জাকির হোসেন ও মজিবর রহমানের বিরোদ্ধে।
এ বিষয় এলাকাবাসীর পক্ষে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল্লাহ আল নোমান।
জানাযায়,উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় ইরিগ্রেশনের জন্য সেচ পাম্পের অনুমতি দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বর্তমানে কিছুটা বন্যা ও বর্ষার পানি কৃষি জমিতে ঢুকে যাওয়ায় কৃষি জমিতে মাছ চাষ করেছে,সেই মাছ চাষের ঘেরে অবৈধ ভাবে অনুমতি ইরিগ্রেশনের পাম্প দিয়ে মাছের ঘেরে পানি দিচ্ছে মোঃ জাকির হোসেন ও মজিবর রহমান। ইরিগ্রেশনের জন্য সরকার ভুর্তকি দিয়ে বিদ্যুৎ সবারহ করে আসছে। কিন্তু মোঃ জাকির হোসেন ও মজিবর রহমান সরকারের রাজস্ব ফাকি দিয়ে দির্ঘ বছর যাবত মাছের ঘেরে ইরিগ্রেশনের পাম্প দিয়ে পানি দিয়ে আসছে।
এ বিষয় কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডি,জি,এম মোঃ বেলায়েত হোসেন বলেন,এ বিষয় অভিযোগ পেয়েছি,এ পাম্পে সেচ কাজের জন্য মিটার দেওয়া হয়েছে,তদন্তে যাবো যাদি অন্য কাজে সেচ ব্যবহার করে তবে আমাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবো। এর আগেও এই সেচ পাম্পটি কে সেচের বাহিরে পানি দেয়ায় আমরা ব্যবহার অনুযায়ী তাদের কাছ থেকে হাই রেটে বিল নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন,অভিযোগ পেয়ে তদন্তে কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডি,জি,এম মোঃ বেলায়েত হোসেনকে সাথে নিয়ে গিয়ে দেখি ইরিগ্রেশনের পাম্পটি দিয়ে মাছের খামারে পানি দিচ্ছে। পরে তাদের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে সকল কার্যকর্মে স্থগিত রাখা হয়েছে।
Discussion about this post