শফিকুল্লাহ হাবীব ইমন – মহেশখালী
মহেশখালী থানায় সাড়সি অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অস্ত্র, মদ,গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার তদন্ত ওসি আশিক ইকবাল।
সূত্রে জানা যায়, ২১জুলাই রাত ৯ টা থেকে ২২ জুলাই সকাল ৮ টা পর্যন্ত মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি ইউনিট ভাগ করে পুলিশ অভিযান চালিয়ে মহেশখালী পৌরসভার দাসিমাঝি পাড়ার শাহানা ও কামালের বাড়ি থেকে ২২২ পিস ইয়াবা ও ৩০ লিটার মদ সহ ৩ জনকে ও মাতারবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জনকে এবং অন্যান্য ইউনিয়ন থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয় এবং শাপলাপুরের পাহাড়ের গহীন থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়৷ গ্রেফতারকৃত আসামীরা অপহরণ, শিশু ধর্ষণ,মাদক অস্ত্র ও বিভিন্ন হত্যা চেষ্টার আসামি বলে জানা যায়।
এবিষয়ে মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল বলেন, মহেশখালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩২ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র, ৩০ লিটার মদ,২৫০ গ্রাম গাঁজা, ২২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়৷ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।
Discussion about this post