সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ জুলাই) বিকেল৫ টায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালী পাড়া বাজারের তিন রাস্তার মোড়ে।
ভুক্তভোগী মোঃ মিলন মিয়া (৩৫) উপজেলার চৌহাট গ্রামের মৃত মনিরুজ্জামানের বড় ছেলে ।
তিনি বলেন, আমার শ্বশুর বাড়ি ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া গ্রামে। গত শুক্রবার সময় অনুমান বিকেল ৫ ঘটিকায় আমি, আমার, স্ত্রী, দুই বাচ্চা, আমার ভায়রা ও শালিকা এবং প্রতিবন্ধী শ্যালকসহ শ্বশুরবাড়ি হইতে দুটি মোটরসাইকেল যোগে বেড়ানোর জন্য কাওয়ালি পাড়া হতে বাহির হচ্ছিলাম। এমন সময় পূর্ব শত্রু তার জের ধরে কাওয়ালি পাড়ার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম এর ছেলে শহিদুল ইসলাম (৪৫), ও জুলহাস (৩৫) সফুর উদ্দিনের ছেলে কহিনুর (৪০) মৃত আব্দুল হকের ছেলে হারুন (৩৮) সহ আরো কিছু অজ্ঞাত ২/৩ জন আমাদের গতি রোধ করে দাঁড়ায় এবং আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ।আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা তর্কে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা আমাকে সহ আমার স্ত্রীকে এলোপাথাড়ি ভাবে মারপিট করিতে থাকে। আমাকে ও আমার স্ত্রীকে কিল ঘুষি মারিয়া আমার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা যখম করে । আমার ডাক চিৎকার শুনিয়া আমার ভায়রা সোলায়মান ও শালিকা মুক্তা শ্যালক মাহমুদ( প্রতিবন্ধী) আগিয়া আসলে তারা তাদেরকেও বেদম মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে । আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গলায় চাপ দিয়ে ধরিয়া শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। শহিদুল আমার প্যান্টের ডান পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয় এবং আমার পরিধানের গেঞ্জি ছিড়ে ফেলে । জুলহাস ও কহিনুর আমার স্ত্রীর ও শালিকার পরিধানের কাপড় চোপড় ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করে। কহিনুর আমার স্ত্রীর গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন যার মূল্য অনুমান ৭০ হাজার টাকা নিয়ে নেয়। এক পর্যায়ে তারা আমার ভায়রার কাছ থেকে হিরো স্প্লেন্ডার প্লাস মোটর সাইকেল যার মূল্য অনুমান ১লক্ষ টাকা নিয়া আটকে রাখে ।
এ ব্যাপারে কাওয়ালী পাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মনিরুজ্জামান বলেন, শুক্রবার বিকেলে কাওয়ালিপাড়া বাজারে একটি মারপিট হয়েছে। যাহা অভিযোগ আকারে আমাকে জানানো হয়েছে। যার তদন্ত চলছে।
Discussion about this post