মহেশখালী প্রতিনিধি
মহেশখালীর গভীর নলকুপ থেকে নির্গত হওয়া গ্যাসে রান্না করা হচ্ছে। এভাবে চলছে গত কয়েক মাস যাবৎ।
জানা যায়, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম জাগিরাঘোনা গ্রামের মরহুম আবদুচ ছোবাহানের বাড়ীতে গত কয়েক মাস পূর্বে ৪শত ফুট গভীর একটি নলকুপ বসায়। উক্ত নলকুপ থেকে বালতি অথবা কলসিতে নেয়া পানি থেকে ৫/১০ মিনিট ধোঁয়া বের হতে দেখা যায়। তা দেখে বাড়ী ওয়ালা আবদুচ ছোবাহানের পুত্র শাহেদ সোহেল ঐ নলের মধ্যখানে ছোট আরো একটি প্লাষ্টিকের নল যুক্ত করে তা গ্যাসের চুলার সাথে সংযুক্ত করে দেয়। পানি উত্তোলনের জন্য যতক্ষণ পর্যন্ত মোটর চালানো হয় ঐ সময় পর্যন্ত নির্বিগ্নে রান্না করা সম্ভব হয়। শাহেদ সোহেল জানান, এটি আধুনিক পদ্ধতিতে নেয়া হলে গ্যাস থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আদায় করতে পারবে বলে আশা করেন।
Discussion about this post