আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় সদর ইউনিয়ন পরিষদে সালিশী বৈঠক থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৪ জুলাই বৃহষ্পতিবার দুপুর দুইটায় আনোয়ারা সদর ইউনিয়নের বাইরে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্বার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথিমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রাজীব সর্দার (২৪), শাপলা সর্দার (২১),রানা সর্দার (২৫) এর নাম পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য বরুন দাস জানান, গতকাল পার্শ্ববর্তী ৬ নং ওয়ার্ডের ভোলার বাড়ীর কিছু ছেলের সাথে আমার ৫ নং ওয়ার্ড সর্দার পাড়ার কিছু ছেলের সমস্যা হয়। বিষয়টি আমি চেয়ারম্যানকে জানালে তিনি উভয় পক্ষ থেকে ৫ জন করে নিয়ে বৈঠকে বসে একটা সমাধান করার কথা বলে।
আজকে দুপুরে সালিশ শেষে ফেরার পথে ৬ নং ওয়ার্ডের ভোলার বাড়ীর ছেলেরা আমার সর্দার পাড়ার ছেলেদের উপর অতর্কিত হামালা করে।
সর্দার পাড়ার যুবক বাবলা জানায়, সালিশ চলাকালীন তারা পরিষদের ভেতরে গন্ডোগোল করলে দুই পক্ষকে বের করে দেয়া হয়। আমরা বের হয়ে পরিষদের সামনে আসলে পাশের একটি সেলুন থেকে লাঠিসোটা বের করে হামলা করে। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, তারা দুই পক্ষের মধ্যে একটি সমস্যা হওয়ায় আমি উভয় পক্ষের ৫ জন করে আমার পরিষদে ডেকেছিলাম। সালিশে উভয় পক্ষকে একটি সমাধান করে দিয়েছি। সালিশ শেষে বের হয়ে রেজিষ্ট্রি অফিস বরাবর গেলে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে।
Discussion about this post