আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল চারটার দিকে উপজেলার আদর্শ স্কুল মাঠে আনোয়ারা ফুটবল একাডেমির আয়োজনে এই প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন সারা আনোয়ারা ফুটবল একাদশ বনাম আনোয়ারা ফুটবল একাডেমিক ফুটবল একাদশ। আনোয়ারার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। ৯০ মিনিটের এ প্রীতি ম্যাচটি গোল শূন্য ড্র এর মাধ্যমে শেষ হয়।
খেলায় আনোয়ারা ফুটবল একাডেমির সভাপতি মোহাম্মদ এনামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অসীম কুমার দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক এম. নুরুল ইসলাম, আনোয়ারা ফুটবল একাডেমির উপদেষ্টা ইবরাহিম কলিল।
এসময় আরও উপস্থিত ছিলেন, ধারাভাষ্যকার সানহরি মন্ডল, প্রকাশ সরকার, আমিন ফারুক, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি এ্যাড. রানা মিত্র প্রমুখ।
খেলা শেষে আনোয়ারা ফুটবল একাডেমির পক্ষে সামাজিক, মানবিক, শিক্ষা ও ক্রীড়ায় বিশেষ অবদান রাখায় সারা আনোয়ারা’কে ক্রেস্ট প্রদান করা হয়।
Discussion about this post