সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জুলাই) দুপুর ১ টায় উপজেলার চৌহাট গ্রামের বংশী নদী থেকে নারীর এই লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নতুন কহেলা গ্রামের মোঃ আইয়ুব খানের কন্যা লিটা খানম (২৬) গত ১১ জুলাই বিকেল ৩ টার পর থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর আজ (১৩ জুলাই) দুপুর ১ টায় উপজেলার চৌহাট গ্রামের পাড়াগ্ৰামস্থ বংশী নদী থেকে লিটার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
লিটার পিতা আইয়ূব খান বলেন, আমার মেয়ের ম্রীগি রোগ ছিল । রোগটি থাকার কারণে ছোটবেলায় থেকেই তাকে এ রোগের ওষুধ খাওয়ানো হতো । এ কারনেই বিয়ের পর থেকে মেয়ে ও জামাই আমার বাড়িতেই থাকতো । ঈদের পরের দিন বেলা তিনটার পর থেকে তাকে আর খুঁজে না পেয়ে এ দিক ও দিক অনেক খোঁজাখুঁজি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিখোঁজ হওয়ার সংবাদটি প্রকাশ করলে আজ চৌহাট পাড়া গ্রামের কাজী রাফিউল আলম নামের এক ব্যক্তি নদীতে একটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দিলে দ্রুত এসে তা সনাক্ত করে পুলিশে খবর দেই।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওয়ারসি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বলেন, মেয়েটি দীর্ঘদিন ধরে ম্রীগি রোগে আক্রান্ত ছিল । এছাড়াও তার মানসিক সমস্যা ছিল।
ধামরাই কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, চৌহাট গ্রামের পাড়াগ্ৰামস্থ বংশী নদী থেকে একটি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
Discussion about this post