আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে ঘরে ডুকে জেসমিন আক্তার (৩২) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১ টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার হাজী মনির আহমদের বাড়ীতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় দুবাই প্রবাসী হানিফ মিয়ার স্ত্রী। আহত গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গৃহবধুর ভাসুর মো. হাসান বলেন, জেসমিন আক্তার তার ছোট ২ ছেলে ১ মেয়েকে নিয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২ টার পর দুস্কৃতকারীরা ছাদের উপর সিঁড়ি রুম দিয়ে ডুকে তার গলায় ছুরি দিয়ে রক্তাক্ত করে। এসময় তার চিৎকারে আমরা দৌঁড়ে গেলে হামলাকারী পালিয়ে যায়।
পরে আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করায়। তার গলা ও কান কেটে গেছে।
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ভূক্তভোগী গৃহবধুকে হাসপাতালে দেখে এসেছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাসান বলেন, আহত গৃহবধুকে হাসপাতালে দেখে এসেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post