আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক মতবিনিময় সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
সহকারি প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনন্দ মোহন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমদ খান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো.ইদ্রিচ চৌধুরী, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল্লাহ খান চৌধুরী, সাংবাদিক খালেদ মনছুর। বক্তব্য রাখেন এড.প্রদীপ দাশ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আরিফুল ইসলাম চৌধুরী, কাঞ্চন চক্রবর্তী, রুপেশ সরকার, পঙ্কজ দেবনাথ, সৌরভ দেবনাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইউনুছ চৌধুরী, সদানন্দ স্মৃতি পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক বিপ্লব চৌধুরী, আওয়ামীলীগ নেতা পীযুষ দত্ত, লক্ষীন্দ্র মল্লিক, এমদাদুল হক শাকিলসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীগণ।
সভা শেষে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। চলতি বছরের ২৫ ডিসেম্বর বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
Discussion about this post