আনোয়ারা-বাঁশখালী জেলেদের বিরোধ মিমাংসায় দুই উপজেলা প্রশাসনের বৈঠক
চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালীর জেলেদের মাঝে সাগরে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিরসনে দুই উপজেলার প্রশাসনের মাঝে সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) দুপুর ১২ টায় আনোয়ারা উপজেলার লাবিবা কনভেনশন হলে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান গালিব সাদলী,আনোয়ারার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ,বাঁশখালীর (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী,আনোয়ারা,বাঁশখালী,চন্দনাইশ উপজেলার সার্কেল এএসপি হুমায়ুন কবিরসহ দুই উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বৈঠকে আগামী ১৫ নভেম্বর সরেজমিনে পরিদর্শন করে উভয় উপজেলার জেলেদের সীমানা নির্ধারণ করার সময় নির্ধারণ করা হয়েছে।
Discussion about this post