আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩ জুন) সকালে উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয় ।
আনোয়ারা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, আনোয়ারা সরকারী কলেজের অধ্যক্ষ রিদওয়ানুল হক, আনোয়ারা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন,পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এরফান চৌধুরী ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১শ জনকে পুরস্কৃত করা হয়েছে। এ সময় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post