অধিকার ডেস্ক
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়।এ সময় ভগবান জগন্নাথ তার ভাই বলরাম ও বোন সুভদ্রার সাথে রথে চড়ে ভক্তদের দর্শন দিতে আসেন।কিন্তু সারাবিশ্বে অতিমারির ভয়াবহতা গত দুই বছর ঝাক ঝমক ভাবে করা হয় নাই।ঈশ্বরের কৃপায় বিশ্বের ভয়াবহতা কাটিয়ে চেনা ছন্দে চট্টগ্রামের রথযাত্রায় লক্ষ মানুষের ঢল।১ জুলাই শুক্রবার ২০২২ ইংরেজি বিকাল তিন ঘটিকায় প্রবর্তক মোড় থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটি তার অঙ্গ সংগঠন হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা,হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম জেলা নিয়ে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক জহরলাল চক্রবর্তী বলেন কলির কলুষিত জীবকে দর্শন দিতে ভগবান জগন্নাথদেব তার ভাই বলদেব বোন সুভ্রদাকে নিয়ে মত্তে আসেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিবছরের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে এই রেলিতে অংশগ্রহণ করে। হিন্দু মহাজোট সনাতনীদের দুঃখ-দুর্দশায় অন্যায় অত্যাচার দেখলে ঝাঁপিয়ে পড়ে সমস্যা সমাধানে এগিয়ে আসে। হিন্দু মহাজোট এখন নতুন আঙ্গিকে আরো শক্তিশালী হয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করে সনাতনীদের একটি রোল মডেল সংগঠন হিসেবে গড়ে উঠবে এই আশা রাখি।উক্ত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের পৃষ্ঠপোষ বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তীর ছেলে শাওন চক্রবর্তী তিনি বলে আমার বাবা সারাটা জীবন সনাতনী দের পাশে ছিল এবং সমাজ উন্নয়নের কাজ করেছেন আমিও আপনাদের আশীর্বাদ নিয়ে আমার বাবার মতো কাজ করে যেতে চাই। হিন্দু মহাজোটের সাথে যেমন আমার বাবা ছিল আমিও আপনাদের পাশে থাকব। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য-সচিব কৃষ্ণপদ আচার্য যুগ্ন আহবায়ক হরিনারায়ন ভট্টাচার্য,স্বপন ভট্টাচার্য যুগ্ম সদস্য সচিব পলাশ কান্তি নাথ,রাসেল দাশ,অজিত দত্ত,রানু চক্রবর্তী, প্রকৌশলী নিপেশ রঞ্জন হোড়,সুমন দাশ প্রমূখ।উত্তর জেলা থেকে বিমল নাথ,এড. পিপলু দাশ, সেন্টু দত্ত বাবু,উজ্জল চক্রবর্তী, জয় আচার্য্য,মনি আচার্য্য,নিকেল দাশ,জিষু দাশ,শংকর আচার্য্য, অঞ্জন দাস,প্রমূখ।মহানগর থেকে দীপঙ্কর গুপ্ত, দুলাল চন্দ্র ধর,অঞ্জন দাস,রণি চক্রবর্তী, সঞ্জয় দত্ত,শিখা ধর,আপন বিশ্বাস,শিশির ধর,রিপন দাশ,ইমন চৌধুরী, অভিজিৎ ধর,দেবাশীষ শীল,বিজয় দাশ,রিপন নাথ,শিলিপ দাশ,অভয় দাশ,রাহুল দাশ,অর্নপ মজুমদার প্রমুখ।দক্ষিন জেলা থেকে সঞ্জয় আচর্য্য, বাবলু আচার্য্য,খোকন সরকার,অজিত ধর, বাপন ধর,জীবন আচার্য্য,সুজিত দাশ,সুমন চক্রবর্তী সুভাষ চক্রবর্তী,দীপংকর গুপ্ত প্রমূখ।
হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডাঃ প্রত্যয় চক্রবর্ত্তী,সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল, সাংগঠনিক সম্পাদক লিটন সেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত ভট্টাচার্য, রনধীর নাথ উপদেষ্টা চট্টগ্রাম মহানগর, শুভ চক্রবর্ত্তী সভাপতি ফটিকছড়ি উপজেলা,জয়দেব নাথ সাধারণ সম্পাদক ,বিজয় তুরী সভাপতি রাগুনিয়া উপজেলা, অনিক দেব রাপ্পী সদস্য সচিব পটিয়া উপজেলা সহ প্রমুখ। হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম মহানগরের সদস্য বিশাল আচার্য্য, রাহুল আচার্য্য,মনিষ দেব নাথ দ্বীপ্ত,নয়ন চক্রবর্তী,উজ্জল চক্রবর্তী,কিশোর শীল,সুজিত দাশ আচার্য্য,আশীষ কান্তি দে প্রমূখ।
Discussion about this post