অধিকার ডেস্ক
গীতার আলোয় আলোকিত হোক বিশ্ব সনাতনবাসী সেই আহবানে আমরা এগিয়ে যাব। রাগীশিক মাতৃ সম্মিলনী রামাস কর্তৃক আয়োজিত শুক্রবার ২৪ জুন সৈয়দবাড়ীস্থ শ্রী শ্রী শ্রীরাম কুঞ্জে পালিত হলো রাগীশিক মাতৃ সম্মিলনী রামাস এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আন্না বিশ্বাস এর সভাপতিত্বে ও সেঁজুতি নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক অসীম কুমার শীল। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক গনেশ চন্দ্র দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগীশিক কেন্দ্রীয় সভাপতি রঞ্জন দে,রনি নন্দী,কৈশিক শাহা,মাস্টার অপূর্ব কান্তি দে প্রমূখ। এতে বক্তব্য রাখেন ১০নং পদুয়া ইউনিয়ন রামাস সভাপতি হিরা দে, ৩ন নং স্বনির্ভর রাঙ্গুনিয়া সভাপতি তুলিকা দে,সাংগঠনিক সম্পাদক নিষা,সাংস্কৃতিক সম্পাদক তিষা, রাগীশিক সহ-সাধারণ সম্পাদক সুব্রত শীল,অর্নব বিশ্বাস,অর্ক বিশ্বাস সহ আরো অনেকে।
Discussion about this post