নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ বৈকালিক শাখার ছাত্রসংসদের সাধারণ সম্পাদক হলেন আব্দুল মোনাফ ।সে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মোজাম্মেল হকের পুত্র।
গত ২১ জুন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সুদীপা দত্তের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রসংসদের কমিটি ঘোষণা করা। এ কমিটিতে আব্দুল মোনাফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আব্দুল মোনাফ বলেন, ছোটবেলা থেকে আমি বঙ্গবন্ধুর আর্দশে বুকে ধারণ করে ছাত্রলীগ করে আসছি।দীর্ঘ সময় ধরে আমি চট্টগ্রাম সরকারি সিটি রাজনীতির সাথে জড়িত । আমাকে ছাত্রসংসদের কমিঠিতে মূল্যায়ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
Discussion about this post