আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ইউপি সদস্য কর্তৃক লাখ টাকার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খুরুস্কুলের বেলাল মসজিদ সংলগ্ন সরকারি রাস্তার পাশ থেকে রাতের আধাঁরে দলবল নিয়ে বিশালাকৃতির আকাশমনি গাছটি কেটে নিয়ে যায় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মফিজ ও তাঁর আপন ভাই আবদুল মন্নান ওরফে কানা মন্নান।
স্থানীয় গ্রাম পুলিশ(চৌকিদার) আবু শামা জানান গত ২১জুন(মঙ্গলবার) গভীর রাতে ইউপি সদস্য মফিজ ও তাঁর ভাই কানা মন্নান দলবল নিয়ে মসজিদের দক্ষিণ পাশ থেকে আকাশমণি গাছটি কাটতে দেখে বাঁধা দেন তিনি। তাঁরা চৌকিদারের বাঁধা না মেনে জোরপূর্বক তড়িঘড়ি করে গাছটি কেটে জুঁইদন্ডির চৌমুহনীস্থ কানা মন্নানের নিজস্ব করাতকলে নিয়ে যায়।চৌকিদার আবু শামা আরও বলেন, বিষয়টি সাথে সাথে তিনি ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন।
এ বিষয়ে ১১ নং জুঁইদন্ডি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চৌকিদার আবু শামা মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন, সরকারি গাছ চুরির ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদকে আমি জানিয়েছি।তিনি আরও বলেন, সরকারি সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। চোরচক্র যত বড়ই প্রভাবশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি। গাছ চুরির ঘটনাটির সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, অর্ধশত বছরের পুরনো গাছটির বর্তমান বাজার দরে আনুমানিক মূল্য হবে লাখ টাকার কাছাকাছি।
Discussion about this post