আনোয়ারা প্রতিনিধি
সড়কের পাশে পড়ে আছে এক নবজাতকের লাশ। স্থানীয়দের থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আনোয়ারা থানা পুলিশ।
বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘির দক্ষিণে খাদেম আলী শাহ (র.) সড়কের পাশ থেকে বেওয়ারিশ নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গত মঙ্গলবার রাতে কে বা কারা ওই নবজাতকের লাশ উক্ত স্থানে ফেলে যায়। দুপুরে স্থানীয়রা নবজাতকের লাশটি দেখেতে পেয়ে পুলিশে খবর দিলে আনোয়ারা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
Discussion about this post