আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী নবী হোসেন (৪০) বাদী হয়ে দানু মিয়ার পুত্র আহমদ কবির, বাবুল মিয়ার পুত্র শামজাত হোসেন, সাহাব উদ্দিনের পুত্র কপিল উদ্দিন ও ফারুক উদ্দিনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে ভুক্তভোগীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। এরই জের ধরে ঘটনার দিন (১৮ জুন) বিকেল ৩টার দিকে গরু কেনার জন্য নিজ বাড়ি থেকে মোহাম্মদপর রাস্তার মাথা পর্যন্ত গেলে অভিযুক্তরা ভোক্তাভোগী নবী হোসেনকে আকস্মিকভাবে হামলা করে। পরবর্তীতে পার্শবর্তী ভাড়াটিয়ারা এসে নবী হোসেনকে উদ্ধার করে। এবং পরিবারের সাহায্য আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হামলার সময় ভোক্তভোগীর সাথে থাকা ৬৫হাজার টাকা নিয়ে নেয় বলেও অভিযোগ পত্র উল্লেখ রয়েছে।
এবিষয়ে অভিযোগটির তদন্তে থাকা এএসআই বাহার উদ্দিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো তদন্ত চলমান রয়েছে।
Discussion about this post