- আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় যেন চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে ৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২০ জুন) উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় দিনে দুপুরে এলান ডেকোরেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক ইয়ার মুহাম্মদের ১ লাখ ৩০ হাজার টাকা দামের একটি মোটরসাইকেল নিয়ে যায় চোরের দল।
এছাড়া একই দিন তালা ভেঙে বি এম জুয়েলার্স নামের আরও একটি প্রতিষ্ঠানের স্বর্ণালঙ্কারসহ সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
বি এম জুয়েলার্সের মালিক পঙ্কজ জানান, সকালে দোকানে এসে দেখি তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কারসহ সাড়ে ৪ লাখ টাকার মালামাল গায়েব। পরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখি ২০-২৫ বছর বসয়ী ৫-৬ জনের একটি চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।
এলান ডেকোরেশনের মালিক ইয়ার মুহাম্মদ বলেন, জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের বাইরে মোটরসাইকেলটি রেখে ভেতরে যাই। নামাজ পড়ে বের হয়ে দেখি মোটরসাইকেলটি নেই। পরে বাজারের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন লোক আমার মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যাচ্ছে। আমার মোটরসাইকেলটির দাম ১ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, চুরির বিষয়টির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শিগগির জড়িতরা ধরা পড়বে।
এর আগে রবিবার (১৯ জুন) ভোরে উপজেলা সদরে থানার সামনে সরকার মোটরস ও প্রিয়ন্ত স্টোর নামে দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। তারও আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে একইভাবে গ্রিলের তালা কেটে অনিশা জুয়েলার্স ও আইটি জোন নামে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছিল।
Discussion about this post