আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বদুলপুড়া গ্রামে পাহাড়ের পাদদেশে অসংখ্য পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। ভারী বর্ষণের ফলে যেকোনো মুহূর্তে পাহাড় ধসে ঘটতে পারে প্রাণহানির ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বদুলপুড়া গ্রামে পাহাড়ে বসবাসকারীদের যাতায়াতের রাস্তায় একপাশে পাহাড় ধসে পড়ে আছে। ঐ পাহাড়িয়া এরিয়ায় প্রায় দেড় শতাধিক মতো পরিবারের বসবাস রয়েছে। তারমধ্য অনেকগুলো পরিবার খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে বসবাস করলেও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের সর্তক করা হয়নি এখনো। এভাবে টানা বৃষ্টি পড়তে থাকলে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা রয়েছে যেকোন মুহুর্তে।
পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা জানান, থাকার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করতে বাধ্য হয়েছি। তাই সরকারকে প্রশাসনের মাধ্যমে পুনর্বাসনের আকুতি জানাচ্ছি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মোরশেদ জানান, বদুলপুড়া গ্রামে পাহাড়ের বসবাসকারীরা দীর্ঘ একযুগের বেশি সময় ধরে বসবাস করতেছে। কোনদিন দুর্ঘটনা ঘটেনি। তবে বৃষ্টির মধ্য আমি প্রতিদিন একবার গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছি। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদেরকে আজকে সন্ধ্যায় আবারো গিয়ে সর্তক করা হবে বলে জানান তিনি ।
পাহাড়ে বসবাসকারী আব্দুর নুর জানান, আমাদের এই এরিয়ার মধ্যে অনেকগুলো পরিবার খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু প্রশাসন আমাদের নিয়ে মাথা ঘামায় না।
পাহাড়ের চূড়ায় বসবাসকারী নারী পুরুষরা জানান, আমাদের ব্যাপারে প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোন চিন্তা নেই। ভোট আসলে আমাদের পূর্ণবাসনের আশ্বাস দেয় পরে আর কোন খবর নেই না। আসলে আমাদের দুঃখ কোনদিনও শেষ হবে না।
আশেপাশের বাসিন্দারা জানান, প্রশাসনের উচিত সরেজমিন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে শীঘ্রই অন্যত্র সরিয়ে নেওয়া। না হয় পাহাড় ধসে যেকোন মুহুর্তে বড় ধরণের প্রাণনাশের দূর্ঘটনা ঘটে যেতে পারে।
Discussion about this post