সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ জুন পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন ) দুপুরে ধামরাই উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ধামরাই সিটি সেন্টারে এ যৌথ সভা করা হয়।
যৌথ সভায় ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ মালেক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
যৌথ সভায় ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান,বিএসটিআইয়ের সাবেক মহা পরিচালক দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন,সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি -সাধারন সম্পাদক গন উপস্থিত ছিলেন।
Discussion about this post