শফিউল্লাহ হাবীব ইমন-মহেশখালী
পাড়াড়ি দ্বীপ মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় পাহাড় ধসে রবিউল হোসেন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ জুন) রাতে পাহাড়ের কিনারায় ধসে পড়া মাটিচাপা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে স্থানিয়রা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বিকেলে পাহাড়ের কিনারায় নলকূপের পাশে খেলতে যায় রবিউল, পরে খেলারত অবস্থায় পাহাড় ধসে মারা যায় শিশু রবিউল হোসেন। সন্ধা হয়ে যাওয়ার পরও বাড়িতে না ফেরায় অনেক খুঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেয়ে রাত প্রায় ৯ টার সময় পাহাড় ধসে পড়া মাটির আশেপাশে খুঁজাখুঁজি করলে মাটির এক কিনারায় তার পড়নের লুঙ্গি দেখতে পায়। পরে মাটি কুড়ে শিশু রবিউল হোসেনের মৃত্যু লাশটি উদ্ধার করা হয়।
অন্যদিকে স্থানীয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, টানা ভারি বৃষ্টি হওয়াই পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। পাহাড়ের আশেপাশে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে চলে আসার জন্য বলা হয়েছে। এবং মৃত্যু শিশুর পরিবারকে আর্থিক সহযোগিতা ও করা হয়েছে।
এদিকে শিশুহারা বিধ্বস্ত পরিবারটির খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।
Discussion about this post