আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গ্রিলের তালা কেটে অনিশা জুয়েলার্স ও আইটি জোন নামের দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলা সদরে ঘটনাটি ঘটে।
অনিশা জুয়েলার্স মালিক মনোতোষ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে একদল চোর দোকানের ৪টি তালা কেটে ভেতরে প্রবেশ করে ১০ হাজার টাকার গোল্ড প্লেট চুরি করে নিয়ে যায়।
আইটি জোনের মালিক মেজবাহ উদ্দীন আরাফাত জানান, চোরের দল দোকানের তালা কেটে লক্ষাধিক টাকার ১৬ টি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে গেছে। ঘটনার সময় দুইটি সিসি টিভি ক্যামেরা অচল করে দেয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। এ বিষয়ে অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
Discussion about this post