আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রাম শহরে পাচারকালে দুই হাজার পিস ইয়াবা সহ সাদ্দাম হোসেন(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১৭ জুন) ভোর রাতে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালা বিবি দীঘির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ ইলিয়েটগঞ্জ তামুতা এলাকার মৃত অদুদুল ইসলামের পুত্র। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা । গ্রেফতারকৃত সাদ্দামকে আদালতে সোপর্দ করা হইয়াছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার সময় পিএবি সড়কের আনোয়ারা কালা বিবি দীঘির মোড় থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী চালিয়ে সাদ্দামের পিকআপ ভ্যানের সিটের ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হইয়াছে
Discussion about this post