গত ১ সপ্তাহ ধরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এবং তার সন্ত্রাসী দল দ্বারা ৫ চেয়ারম্যান প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে আবারো সংবাদ সম্মেলন করলেন ৫ চেয়ারম্যান পদপ্রার্থীরা।
আজ (১৪ জুন) বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আনোয়ারা ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের উপনিবার্চনে ৫ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক চৌধুরীকে আনোয়ারার অপর ১০ ইউনিয়নের চেয়ারম্যানরাও তার এই সন্ত্রাসী কাজে সহযোগিতা করছে । আমরা তাদের বাঁধা অতিক্রম করে জনগনের কাছে যাওয়ার চেষ্টা করি । কিন্তু গত সোমবার ( ১৩ ই জুন ) পুলিশ এবং বহিরাগত সন্ত্রাসী ও বাবুলের সন্ত্রাসী দলের সাথে যোগ দিয়েছে । তাদের নির্যাতন নিপীড়নে আমরা প্রার্থীরা এবং আমাদের কর্মীরা আজ ভোটের আগের দিন ঘর ছাড়া । আমাদের ১৫ নেতা কর্মীরকে গ্রেফতারের মাধ্যমে একটি আতংক ভীতির সঞ্চার করেছেন এবং অনেক নেতা কর্মীর ঘর বাড়ী ভেঙ্গে দিয়েছেন । অনেক নেতাকর্মীকে ঘর বন্দি করে রেখেছেন ।
তারা অভিযোগ করেন, গতকাল সোমবার বিকাল সাড়ে ৮ টায় লালাবাজারে আছরের নামাজ আদায় করে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন সুজন অফিসে আসলে বাবুলের সন্ত্রাসী বাহিনী আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মামুন , দক্ষিণ জেলা শিশু কিশোর মেলার সভাপতি আলমগীর , ডা নীলকান্ত বিষু , শাহাদাত , ডেবিট , সাইফুল ইসলামসহ সন্ত্রাসীরা এসে তার নির্বাচনী অফিস ভাঙচুর করে । তাকে মেরে মাটিতে লুটিয়ে ফেলে । তিনি প্রাইভেট চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন । তালসরা গ্রামে মোহাম্মদ শাহজাহান , সাবেক মেম্বার সালামত আলী , ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ নবীর উপরও হামলা চালিয়ে তাদেরকে আহত করে। আবুল কালামের নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী বাবুলের সন্ত্রাসী বাহিনীরা তাদের উপর হামলা চালায় । একইসময়ে কালীগঞ্জ বাজারে চেয়ারম্যান প্রার্থী হাসান জিয়াউল ইসালামের নির্বাচনী প্রচারণার সময় বাবুলের সন্ত্রাসীরা হামলা চালায় । ওই হামলায় মামুর খাইন গ্রামের জাহাঙ্গীর , বোরহান , আবছার আহত হন । এই সময় তারা সিএনজি ট্যাক্সি এবং মাইক ভাঙচুর করে । মোহাম্মদ আলী চৌধুরী আনারস প্রতীকের প্রচারণাকালে সিএনজিট্যাক্সি,মাইক ভাঙ্গচুর এবং প্রচারকদের বেদম মারধর কর। আমাদের ইউনিয়নে আজ নির্বাচনের পরিবেশ নেই । কিন্তু নির্বাচন কমিশন কোন ভুমিকা রাখছে না । আমরা নির্বাচন কমিশন অফিসে গিয়ে লিখিত অভিযোগ দাখিল করবো ।এখন নিজের জানমাল , স্ত্রী – সন্তানদের নিরাপত্তা নিয়ে শংকিত । সুষ্টু নিবার্চনের স্বার্থে মা জননী মমতাময়ী প্রধানমন্ত্রীর শেখ হাসিনা,স্বরাষ্ট্র মন্ত্রী, ভূমিমন্ত্রী, আইজিপি, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চাই ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দীন সুজন, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলী ( প্রতীক আনারস ) ,চেয়ারম্যান পদপ্রার্থী হাসান জিয়াউল ইসলাম ( প্রতীক ঘোড়া ) , চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজিম উদ্দিন ( প্রতীক টেলিফোন ) ,চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবদুল মালেক মানিক ( প্রতীক চশমা )।
Discussion about this post