আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনের প্রচারণার শেষ দিনে ব্যাপক সহিংসতা হয়েছে ।
সোমবার (১৩জুন) বিকেল ৫টার দিকে পরৈকোড়া ইউনিয়নের ছত্তার হাট এলাকায় সংঘটিত এ ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ভাবে আহত হয়েছেন উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের বর্তামান চেয়ারম্যান নোয়াব আলী এবং ৮নং চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন হিরু। দু’জনকেই চমেক হাসপাতলে ভর্তি করা হয়েছে।
এছাড়াও এক পুলিশ সদস্য, রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা জালাল, জামাল, মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সুজনের সমর্থক এনাম ও ইলিয়াছসহ আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। জ্বালিয়ে দেওয়া হয়েছে অন্তত ১৫টি মোটরসাইকেল, ভাংচুর করা হয়েছে ভিংরোলে অবস্থিত পরৈকোড়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী আশরাফের বাড়ী।
এ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক চৌধুরী বাবুল জানান, আজ প্রচারণার শেষ দিনে আমার প্রচারণায় অংশ নিতে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার এলাকায় আসলে স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকেরা জড়ো হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়, হামলার এক পর্যায়ে ভিংরোলের প্রয়াত চেয়ারম্যানের বাড়ীতে আমার সমর্থকেরা আশ্রয় নিলে সেখানেও তারা হামলা চালিয়ে অন্তত ১৫টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় এবং বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন সুজন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে পূর্বকন্যারার লালা বাজারে আমার নির্বাচনী অফিসে কর্মী সমর্থক নিয়ে আমি বসেছিলাম, আকস্মিক ভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল ধর ও উপজেলা আওয়ামীলীগ নেতা জাফর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বেশ ক`জন লোক আমার অফিসে হামলা চালিয়ে আমাকেসহ আমার সাথে থাকা সমর্থকদের ব্যাপক ভাবে মারধর করে, খবর পেয়ে চারদিক থেকে সাধারণ মানুষ এগিয়ে আসলে তাঁরা পালিয়ে যায়, আমরা কোন মতে প্রাণে রক্ষা পাই। এ ঘটনার খবর দ্রুত পুরো ইউনিয়নে ছড়িয়ে পড়লে অন্যান্য এলাকায়ও সহিংস ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।
অন্য চার স্বতন্ত্র প্রার্থীর সাথে মুটোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত- এ ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী আশরাফের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হয়, আগামী ১৫জুন অনুষ্টিত হবে ভোট গ্রহণ।
Discussion about this post