শফিকুল্লাহ হাবীব ইমন- মহেশখালী
- আসন্ন ৩ নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নাম্বার ওয়ার্ডে ভ্যানগাডি মার্কার পথসভায় অনুষ্ঠিত হয়েছে ।এই সময় পথসভাটি ঝাপুয়া হইতে পশ্চিমপাড়া পাহাড়তলী মারক্কাঘোনা সহ ৪ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনীয় প্রচারনা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবু তৈয়ব, আবুল বশর, আমিন মিস্ত্রি, রিদুয়ানুল হক পুতুল,নোমান চৌধুরি প্রকাশ কালো, মহিম চৌধুরী,মোহাম্মদ জমির,দলিলুর রহমান(আনজা বর নাতি),মোহাম্মদ গনি, আবদুল জলিল, প্রবাসী শওকত, মোঃ ফারুক চৌধুরী, ডাক্তার মিজভা, সাংবাদিক শফিক উল্লাহ হাবিব ইমন, হারুন চৌধুরী, আনছার সহ যুবলীগ-ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ স্থানীয় জনসাধারণ। ভ্যানগাড়ি প্রতীকের সমর্থনে হাজারো মানুষের স্লোগানে স্লোগানে মুখরিত হয় ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। এই সময় মার্কাগুনার পথসভায় বক্তব্য কালে বক্তারা বলেন, সমাজ গোষ্ঠী তোয়াক্কা না করার একটাই কারণ অফুরন্ত ভালোবাসা এবং সাদা মনের মানুষ হওয়াই ভ্যান গাড়ির পিছনে হাজারো মানুষ। এই দুই হাজারো মানুষ প্রমাণ করে দিচ্ছেন ভ্যানগাড়ির জয় নিশ্চিত। এ সময় মেম্বার প্রার্থী কাদের বলেন, সরকারি যত ধরনের বরাদ্দকৃত জিনিস আসবে হতদরিদ্র অসহায় মানুষদের কে ডেকে যার যার প্রাপ্ত তাদেরকে নিজের হাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে কাজ করার সুযোগ দিন। তাই আগামী ১৫ই জুন ভ্যান গাড়ি মার্কয় ভোট দিন।
Discussion about this post