শফিকুল্লাহ হাবীব ইমন – মহেশখালী
আসন্ন ৩ নাম্বার কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৪ নাম্বার ওয়ার্ডে মেম্বার প্রার্থী ভ্যান গাড়ির প্রতীক আবদুল কাদেরকে উপহার হিসাবে সামাজিক সংগঠন উত্তর ঝাপুয়া পাহাড়তলী ভাই বন্ধু ঐক্য পরিষদের কার্যালয়. নির্বাচনীয় শাখা অফিস উপহার দেন ।উত্ত সংগঠনের সকল সদস্যরা এই সময় ভ্যান গাড়ির প্রতীক সমর্থনে ৪ নাম্বার ওয়ার্ড পাহাড়তলীর স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এই সময় বক্তারা বলেন শতকরা (৮০) পার্সেন্ট ভোটার ভ্যান গাড়ির প্রতীকের পক্ষে রয়েছে সকলকে দল-মত-নির্বিশেষে ভ্যান গাড়ির প্রতীক কে জয় করতে সকলকে ঐক্য থাকতে হবে।গরীব অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবে ভ্যান গাড়ির প্রতীক।জুলুম অত্যাচার থেকে বাচতে হলে অবশ্যই ভ্যানগাড়ি প্রতীক কে জয় করতে হবে । এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক শফিক উল্লাহ হাবিবি ইমন এই সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল বাশার,বিশেষ অতিথি ছিলেন মেম্বার প্রার্থী আব্দুল কাদের, আবু তাহের মুহাম্মদ ইউনূস,প্রবাসী মোঃ শওকত ।সংগঠনের সদস্য মোঃ হাবিবুল্লাহ মোঃ সৈয়দ ডাক্তার মিসবাহ, মোহাম্মদ দেলোয়ার, নাছির, মাওলানা জিয়াউর রহমান সহ ৪ নাম্বার ওয়ার্ড পাহাড়তলী প্রার্থীর সমর্থক ভাই-বন্ধু, সকল সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post