সার্বক্ষণিক অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ আগষ্ট) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে
আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেন। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, থানার ওসি সফিউল কবীর,
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,
বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,
খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,
৫০ শয্যা বিশিষ্ট বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নিজস্ব অর্থায়নে
আইসোলেশন ওয়ার্ডসহ ২০ শয্যার সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়। ২০ লক্ষ টাকা ব্যয়ে বসানো এই অক্সিজেন প্লান্ট থেকে
করোনা রোগীসহ যেকোনও জটিল রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে
Discussion about this post