সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (৪ জুন) বিকেলে ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ীর মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ।
আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মিজান,ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,যুগ্ম সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ খায়রুল ইসলাম,পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দু উপস্থিত ছিলেন।
Discussion about this post