আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রাম জেলা পরিষদ থেকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন কাজ শেষ করায় তৈলারদ্বীপ বারখাইন এলাকাবাসীরা নাগরিক সংবর্ধনা দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি, আরামিট গ্রুপের চেয়ারম্যান এস.এম আলমগীর চৌধুরীকে।
শনিবার (৪ জুন) বিকালে তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তৈলারদ্বীপ-বারখাইন নাগরিক সংবর্ধনা কমিটি।
নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক ক্যাপ্টেন নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হেলালের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম,
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সংবর্ধিত অতিথি জেলা পরিষদ সদস্য, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এস.এম আলমগীর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামিলীগ এর সহ সভাপতি ভিপি জাফর চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন সহ উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের সহযোগিতায় জেলা পরিষদের অর্থয়ানে তৈলারদ্বীপ-বারখাইনে ব্যাপক উন্নয়ন কাজ করেছে জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী। এলাকার উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক তিনি। তাই এলাকাবাসীর পক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
Discussion about this post