শফিক উল্যাহ হাবীব ইমন – মহেশখালী
কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ৪ নাম্বার ওয়ার্ডেও।
এখানে ৩ জন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এমন মন্তব্য স্থানীয় ভোটারদের।
তিন জনেই সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভ্যানগাড়ি প্রতীক আব্দুল কাদের, জাহাঙ্গীর আলম টিউবওয়েল প্রতীক ও নুরুল আলম রাসেল প্রকাশ রাখাল তালা প্রতীক।
আব্দুল কাদের নিজের ব্যক্তি ইমেজ এবং পারিবারিক ভোট সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন । তিনি বিজয়ী হবেন এমনটি আশা করছেন তার সমর্থকরা। তিনি ভ্যানগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।প্রার্থী সংখ্যা ৬ জন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা দুই জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটি মনে করেন স্থানীয় ভোটাররা।
নির্বাচনী প্রচার প্রচারণায় ভ্যানগাড়ি মার্কা প্রতীকের পক্ষে নিরবে ভোট বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়-চিহ্নিত সন্ত্রাসী, খুনি,অস্ত্রধারী, ভূমিদস্যু, দুর্নীতি, দখলবাজদের প্রতিহত, এলাকার মা বোনদের ইজ্জত রক্ষা করতে কালারমার ছড়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আছেন। আগামী ১৫ জুন ভ্যানগাড়ি বিজয় হবে।
কালারমারছড়া ইউনিয়নে প্রথম বারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বারবার প্রতিশ্রুতি দেওয়ায় সাধারণ মানুষের আস্থা বেড়েছে।
ইতিমধ্যে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্ম- কর্তারা মহেশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা করেছেন।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আচরণবিধি লংঘন করায় একাধিক প্রার্থী কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু প্রার্থীকে জরিমানা করেন, যার ফলে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আগামী ১৫ জুন দুই ইউপিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মহেশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানিয়েছেন- নির্বাচনী আচরণবিধির না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থী যে দলের হোকনা কেন কাউকে ছাড় দেওয়া হবে না।নির্বাচন কমিশন নির্দেশিত সকল নির্দেশনা মেনে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেইদ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post