আনোয়ারা প্রতিনিধি
মো শহিদুল ইসলামকে সভাপতি ও বিপ্লবকে সাধারণ সম্পাদক করে বিলপুর সামাজিক শান্তি সংঘের ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
২০ মে ২০২২ শুক্রবার বিকালে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে এম ওয়াহিদ চৌধুরী এবং মোহাম্মদ তৈয়ব রহমানকে সংগঠনের উপদেষ্টা করা হয়েছে। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, আবদুল্লাহ, পারবেজ , সাইমন, মিজান, রিদয় , জাবের , সাকিব , আকিব, বিশাল সাজ্জাদ, শহিদ, নিজাম, আইয়ুব , বাবু, সিফাত,আরমান, আরফাত, জিসান , ফরহাদ, বেলাল, নুর , এরশাদ প্রমূখ।
Discussion about this post