শফিক উল্লাহ – মহেশখালীম
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে টমটম মালিক সমিতির অবৈধ টাকা উত্তোলন ও সমিতির সভাপতি -সম্পাদকের পদ নিয়ে দু গ্রুফের সংঘর্ষে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদার সহ ৮ জন আহত হয়েছে। আহতেরা হলেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদার(৩৫) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম(৪৫), হেলাল উদ্দিন(৩২), জাহেদ সিকদার(৩২), মোজাম্মেল(৪২),আব্বু বক্কর(৩৫), ছৈয়দুর রহমান(৬৪) বাশি( ৫৮)।২
০ মে শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার ছোট মহেশখালী লম্বা ঘোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দু-গ্রুফের মধ্যেই প্রায় ঘন্টা খানেক সংঘর্ষ হয়। এসময় ইউনিয়ন পরিষদের বেশ কিছু অংশ ভাংচুর হয়৷ খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবৈধ ভাবে টমটম থেকে টোল বিহীন চাঁদা তোলা বন্ধ ঘোষণা করেন।
সূত্রে জানা যায়, টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ও অবৈধ ভাবে টোল বিহীন চাঁদা নিয়ে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদার গ্রুফ ও নৌকা নিয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম গ্রুফের মধ্যেই এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছোট মহেশখালীতে টমটম মালিক সমিতির নাম দিয়ে অবৈধ ভাবে চাঁদাবাজি করে আসছিল মোজাম্মেল নামে একটি সিন্ডিকেট। কিন্তু গত পরশু মোজাম্মেল সিন্ডিকেটকে তাড়িয়ে চাঁদাবাজির দায়িত্ব নেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদারের ভাই জাহেদ সিকদার। এই নিয়ে মোজাম্মেল ও জাহেদ সিকদারের মধ্যেই উত্তপ্ত ছিল এলাকা জুড়ে। ২০মে বিকালে লম্বাঘোনা বাজারে এসে টমটমের লাইনম্যানকে গালিগালাজ করেন মোজাম্মেল। এসময় জাহেদ সিকদার ও তার লোকজন এসে এসে মোজাম্মেলকে লম্বাঘোনা বাজারের কাদেরীর দোকানে ঢুকিয়ে ঢুকিয়ে ব্যপক মারধর করেন।
সেখান থেকে ছাড়া পেয়ে মোজাম্মেল তার লোকজন নিয়ে এসে পরিষদের সামনে জাহেদ সিকদার ও তার লোকজনকে হামলা করেন। এ নিয়ে দুগ্রুফের মধ্যেই ঘন্টা ব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ চলে পরিষদের ভিতরে।
পরিষদের জানালাসহ বেশকিছু অংশ ভাংচুর করেন। এতে দুই গ্রুফে নেতৃত্বে থাকা ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মাস্টার এনামুল করিম ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা দুজনসহ দুগ্রুফের হামলায় একাধিক ব্যক্তি আহত হন। আহতদের প্রাথমিক ভাবে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে হেলাল নামে এক ব্যক্তির অবস্থার অবনতি হলে কয়েকজন কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায়।
এবিষয়ে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদার জানান, টমটম নিয়ে একটি ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হলে আমি মিমাংসা করতে গেলে হামলার শিকার হই।
এবিষয়ে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান,ছোট মহেশখালীতে টমটম মালিক সমিতির সভাপতি-সম্পাদকের পদ নিয়ে দু-গ্রুফের মধ্যে সংঘর্ষ একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিয়ন্ত্রণে আনেন এবং অবৈধ ভাবে টমটম থেকে টাকা তুলা বন্ধ করে দেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
Discussion about this post