আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কবিরাজি চিকিৎসার জন্য বৈদ্যর কাছে যাওয়ার পথে এক গৃহবধূ সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় আব্দুর রহিম (৪০) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) রাত আড়াইটার দিকে উপজেলার বটতলী হলুদিয়া পাড়ার ভাড়া বাসা থেকে থাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ভোক্তভোগী লক্ষীপুর জেলায় কমল নগর থানার বাসিন্দা। তিনি বায়েজিদ শেরশাহ এলাকায় বাসাভাড়া থাকতেন।
থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ধর্ষনের শিকার নারীটি তার ননদকে ( কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকার ভাড়াটিয়া) নিয়ে কবিরাজি চিকিৎসার জন্য পশ্চিম তুলাতলী উত্তম বৈদ্যর কাছে যায়। এসময় বটতলী হলুদিয়াপাড়া গ্রামের মোহসেন আউলিয়া পাশে সেচ পাম্পে গ্রেপ্তারকৃত আব্দুর রহিম এবং তার সহযোগী ৫জন মিলে ধর্ষণ করে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, ধর্ষনের অভিযোগ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে হলুদিয়া পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post