শফিকুল্লাহ হাবীব ইমন – মহেশখালী
সোমবার ১৬ই মে রাত আড়াইটার দিকে মাদক উদ্ধার অভিযান ডিউটি করার সময় অফিসার ইনচার্জ ওসি মো:আব্দুল হাই পিপিএম এর নেতৃত্বে এসআই আবু বক্কর সঙ্গীয় এএসআই জাহিদ এসআই আব্দুল্লাহ আল-ফারূক ও সঙ্গীয় ফোর্সসহ মহেশখালী থানাধীন কুতুবজোম ইউনিয়নের সাহেব মিয়াপাড়া সাকিনস্থ জনৈক আব্দুল্লাহ পিতা- মুহাম্মদ শফী এর দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে দুইজন লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এগিয়ে গেলে পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সসহ রাত অনুমান ২.১০ ঘটিকার সময় আসামি১. নাসির (৩০) পিতা মৃত পুতু মিয়া সা়ং- কুতুবজোম পূর্বপাড়া,৭ নং ওয়ার্ড, থানা মহেশখালী জেলা কক্সবাজার কে ধৃত করে তাহার দেহ তল্লাশি করাকালে তাহার পরিহিত লুঙ্গির কোমরের ভাজেঁ একটি ওয়ান শুটার গান (এলজি) উদ্ধার করা হয় অপর আসামি পালিয়ে যায়, পলাতক আসামির নাম জিজ্ঞাসা করলে তাহার নাম হাবিব, পিতা-ফরিদ সা়ং- কুতুবজোম পূর্বপাড়া বলে জানায়। জিজ্ঞাসাবাদে সে জানায় হাবিব তাকে উক্ত অস্ত্র দিয়েছে তারাউক্ত অস্ত্র গোরকঘাটার রিয়াজ নামে এক ব্যক্তির নিকট পৌঁছে দেয়ার জন্য যাচ্ছিল। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইং ১৬/০৫/২২তারিখ রাত ২.৩০ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। মামলার প্রস্তুতি চলছে থানা সুত্রে জানাগেছে।
Discussion about this post