শফিকুল্লাহ হাবিব ইমন – মহেশখালী
মহেশখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( অনুর্ধ্ব) ১৭ বালক জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার ১৫ মে বিকালে মহেশখালী পৌরসভাস্থ শেখ হাসিনা মিনি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় কালারমারছড়া ইউনিয়ন একাদশকে ট্রাইব্রেকারে ৩-৪ গোলে হারিয়ে প্রথমবারে মতো উপজেলা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলছে মাতারবাড়ি ইউনিয়ন একাদশ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২,(মহেশখালী কুতুবদিয়ার) আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই (পিপিএম), মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান (বিএ), উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নবীর হোসেন ভুট্টো, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন,যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম রায়হান,কোষাধ্যক্ষ মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আ ন ম হাসান. সভাপতি সাংবাদিক জেএইচএম ইউনুস, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম বশির উল্লাহ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আজিজ সিকদার,সদস্য মিসবাহ উদ্দিন আরজু সহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মর্কতাগণ উপস্থিত ছিলেন। ফাইনলা খেলা শেষে মাতারবাড়ি ইউনিয়ন একাদশকে চ্যাম্পিয়ান ট্রপি ও নগদ অর্থ এবং কালারমারছড়া একাদশকে রানার্সআপ ট্রপি ও নগদ অর্থ প্রদান করা হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে কালারমারছড়ার আলাউদ্দিন ও সেরা গোল কিপার হয়েছে মাতারবাড়ির আয়াত উল্লাহ।
Discussion about this post