সাইফুল ইসলাম – সাভার প্রতিনিধি
ধামরাইয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের রাম রাবণ গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়।
গৃহবধূর নাম সেতু রানী দাস (২২) । তিনি একই এলাকার বিপুল চন্দ্র মনি দাসের স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে সাটুরিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহটি উদ্ধার করে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ
সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Discussion about this post