অধিকার ডেস্ক
দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশ (সিটিবি) এর-
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ এপ্রিল ( শনিবার) ফিরিঙ্গী বাজারস্হ সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনে
১ম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান ডাঃ শ্রী নারায়ণ চন্দ্র মজুমদার,সঞ্চালনা করেন প্রচার সচিব মাভৈ শ্রী তারানাথ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিটিবির প্রধান উপদেষ্টা অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, সদস্য ব্যাংকার নারায়ন কান্তি দাশ, এডভোকেট নিরন্জন কুমার চৌধুরী, অরুণ কান্তি মল্লিক , বিভাস দাশ প্রমূখ।
২য় পর্বে সম্মেলন পরিচালনা করেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য শ্রী অরুণ কান্তি মল্লিক কে চেয়ারম্যান এবং মাভৈ শ্রী তারানাথ চক্রবর্ত্তী কে মহাসচিব, জিকু দত্ত কে সাংগঠনিক সচিব ও রাজীব দে কে অর্থ সচিব ঘোষনা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ১ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠনের আহবান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা হয়।
Discussion about this post